মায়াপুরের ইস্কনে এবার গড়াবে না রথের চাকা
স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ প্রতিবছর মায়াপুরের ইস্কনে যে রথযাত্রা হতো তা এই বছর করোনা পরিস্থিতির কারণে বন্ধ থাকছে। প্রতিবছর রাজাপুর থেকে ইস্কনের মন্দিরে তিনটি রথ আসতো। একটিতে জগন্নাথ, একটিতে শুভদ্রা ও আরেকটিতে বলরাম থাকতো।
কিন্তু চলতি বছর সেই তিনটি রথ বন্ধ থাকছে। আর সেই রাজাপুর থেকে ইস্কনের মন্দিরে রথ আসছে না। শুধুমাত্র নিয়ম রক্ষার্থে মায়াপুরের ইস্কনে একটি ছোটো রথ হবে।
রথের আগের দিন এবং রথের দিন সকাল ৯ টা থেকে বিকেল ৪ টে অবধি মায়াপুর ইস্কনের প্রধান গেট বন্ধ থাকবে। পরে আবার প্রধান ফটক সর্বসাধারণের জন্য খোলা হবে।
এরপর করোনা বিধিনিষেধ মেনে মায়াপুরের ইস্কনের মন্দিরে ৫০ জন করে প্রবেশ করতে পারবে।