Indian Prime Time
True News only ....

মায়াপুরের ইস্কনে এবার গড়াবে না রথের চাকা

- sponsored -

- sponsored -

- Sponsored -

- Sponsored -

স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ প্রতিবছর মায়াপুরের ইস্কনে যে রথযাত্রা হতো তা এই বছর করোনা পরিস্থিতির কারণে বন্ধ থাকছে। প্রতিবছর রাজাপুর থেকে ইস্কনের মন্দিরে তিনটি রথ আসতো। একটিতে জগন্নাথ, একটিতে শুভদ্রা ও আরেকটিতে বলরাম থাকতো।

কিন্তু চলতি বছর সেই তিনটি রথ বন্ধ থাকছে। আর সেই রাজাপুর থেকে ইস্কনের মন্দিরে রথ আসছে না। শুধুমাত্র নিয়ম রক্ষার্থে মায়াপুরের ইস্কনে একটি ছোটো রথ হবে।

- Sponsored -

- Sponsored -

রথের আগের দিন এবং রথের দিন সকাল ৯ টা থেকে বিকেল ৪ টে অবধি মায়াপুর ইস্কনের প্রধান গেট বন্ধ থাকবে। পরে আবার প্রধান ফটক সর্বসাধারণের জন্য খোলা হবে।
এরপর করোনা বিধিনিষেধ মেনে মায়াপুরের ইস্কনের মন্দিরে ৫০ জন করে প্রবেশ করতে পারবে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored

- Sponsored