স্বামীর বাড়িতে ঘুরতে গিয়ে অস্ববাভাবিক মৃত্যু হলো ১ গৃহবধূর
শিবশঙ্কর চট্টোপাধ্যায়ঃ দক্ষিণ দিনাজপুরঃ প্রথম পক্ষ স্বামীর বাড়িতে ঘুরতে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হলো এক গৃহবধূর। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার কুয়ারণ মুস্তাফাপুর এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই গৃহবধূর নাম শিপ্রা সুরিন। বয়স ২৭ বছর। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করে। এদিকে এই বিষয়ে পরিবারের লোকের সাথে কথা বলতে গেলে এই বিষয়ে কেউ মুখ খুলতে চাননি।
ওই গৃহবধুর মৃতদেহ বালুরঘাট পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল। এদিকে বালুরঘাট থানার পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে। এই ঘটনাটিকে কেন্দ্র করে এলাকাময় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।