‘দিদি আমাদের বাঁচান’, এই পোস্টার দিয়ে জানান বাস মালিকরা
দ্বিজেন্দ্রপ্রসাদ মুখোপাধ্যায়ঃ বীরভূমঃ করোনার বিধিনিষেধের জেরে দীর্ঘদিন ধরে বেসরকারী বাস পরিষেবা একবারে বন্ধ আছে। এর ওপর পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি্র জেরে বাস কর্মচারী থেকে বাস মালিক প্রত্যেকের অবস্থাই অত্যন্ত সংকটজনক।
এদিকে বাস মালিকদের যাত্রীদের উদ্দেশ্যে বাস ভাড়া বৃদ্ধির জন্য বাসে অনুরোধের পোস্টার লাগিয়েও তেমন কাজ হয়নি। তাই শেষমেশ বাস মালিকরা কোনোরকম কুল কিনারা না পেয়ে দিদি তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই একমাত্র আশা-ভরসা হিসেবে দেখছেন।
এর জেরে বীরভূম জেলা বাস মালিক সমিতির তরফ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে একটি পোস্টার লাগানো হয়েছে যেখানে লেখা রয়েছে “ডিজেল সহ আনুসাঙ্গিক জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্যপূর্ণ ভাড়া বৃদ্ধি ছাড়া বিধি-নিষেধ উঠলেও আমাদের পক্ষে যাত্রী পরিষেবা দেওয়া সম্ভব নয়। দিদি আমাদের বাঁচান”।