পুলিশী তৎপরতায় উদ্ধার হলো ২৩ কেজি গাঁজা ও গ্রেপ্তার ১ জন
অনুপ জয়সওয়ালঃ উত্তর দিনাজপুরঃ গোপন সূত্রে খবর পেয়ে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার পুলিশ একটি বেসরকারী বাসে তল্লাশি চালিয়ে আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের এক পান্ডাকে গ্রেপ্তার করলো।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই যুবকের নাম নয়ন দাস। বাড়ি দক্ষিণ দিনাজপুরের হিলি থানা হাসপাতাল মোড় এলাকায়। দীর্ঘদিন ধরে নয়ন গাঁজার ব্যবসা করে আসছিল। বুধবার রাতে পুলিশ রায়গঞ্জ-শিলিগুড়ি মোড়ে একটি বেসরকারী বাসে তল্লাশি চালিয়ে গাঁজা সহ অভিযুক্তকে পাকড়াও করে ২৩ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার নয়নকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়েছে।
রায়গঞ্জ জেলা পুলিশ সুমিত কুমার বলেছেন, “দীর্ঘদিন ধরে গ্রেপ্তার হওয়া ওই যুবক গাঁজা সহ নানান মাদক কাজের সাথে যুক্ত ছিল। উদ্ধার করা গাঁজার মূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকা। এই ঘটনায় আরো কারা জড়িত রয়েছে তা জানতে জিজ্ঞাসাবাদ করা হবে”।