টাকা ফেরতের দাবীতে বিক্ষোভ দেখাল অল বেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
শিবশঙ্কর চট্টোপাধ্যায়ঃ বালুরঘাটঃ অবিলম্বে যেন কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে চিটফান্ড গ্রাহকদের টাকা ফেরত দেয় এই দাবীতে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো অল বেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
বৃহষ্পতিবার দুপুরে অল বেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেলা কমিটির সদস্যরা প্রথমে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের গান্ধী মুর্তির সামনে কয়েকদফা দাবী তুলে বিক্ষোভে সামিল হন। পরে তারা সেখান থেকে মিছিল করে ৫১২ নম্বর জাতীয় সড়কের হিলি মোড়ে এসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।
পাশাপাশি এই চিটফান্ড নিয়ে কেন্দ্রের কালা কানুনের কপিতে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখিয়ে দাবী তুলে সোচ্চার হন। আর এই দিনের ব্যস্ত সময়ে জাতীয় সড়ক অবরোধের ফলে প্রচার যানবাহন আটকে পড়ে যাত্রী সাধারণ থেকে পথচারী সকলেই দুর্ভোগের মধ্যে পড়েন।