Indian Prime Time
True News only ....

বিনা নম্বরের টোটো চলাচল বন্ধের দাবী জানালো অটো চালকেরা

- Sponsored -

- Sponsored -

ADVERTISMENT

ADVERTISMENT

- Sponsored -

- Sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ শিলিগুড়ি শহরের প্রধান রাস্তাগুলি থেকে বিনা নম্বরের টোটো চলাচল বন্ধ করতে হবে। সেই দাবীতে সিটি অটো চালকেরা সরব হলেন।

মঙ্গলবার কিছু অটো চালক অটো চালানো বন্ধ রেখে শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরের সামনে যান। টোটো বন্ধের দাবীতে স্মারকলিপিও দেওয়া হয়। তারা বিবেকানন্দ ভবনের সামনে সিটি অটো দাঁড় করিয়ে প্রতিবাদে সামিল হন। অটো চালকরা আগামীতে টোটো চলাচল করলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারিও দেন।

- Sponsored -

- Sponsored -

অটো চালকেরা জানান, “পুরোনো অটোর বদলে নতুন গাড়ি নামানো হয়েছে। ব্যাঙ্ক থেকে লোন নিয়ে তা কিনতে হয়েছে।ইএমআই দিতে হচ্ছে। এছাড়াও ট্যাক্স দিতে হচ্ছে। লকডাউন ও বিধিনিষেধের জন্য দীর্ঘদিন গাড়ি চলাচল বন্ধ ছিল। এর মধ্যে রাস্তায় টোটোর ভিড়ে গাড়ি চালানো যাচ্ছে না। অযথা তেল পুড়ছে। সেই কারণে বিনা নম্বরের টোটো চলাচল বন্ধ করার দাবী জানানো হয়”।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored

- Sponsored