নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ির ধূপগুড়ি পুরসভা এলাকায় কিশোরীকে ফুঁসলিয়ে বলপূর্বক ভাবে ধর্ষণ করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। পরিবারের এক সদস্য ঘটনাটি দেখে ফেলার পরই বিষয়টি প্রকাশ্যে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর ধরে শহরের নেতাজি পাড়া এলাকার এক যুবক পার্শ্ববর্তী মহাকাল পাড়ার এক কিশোরীর সঙ্গে দাদা-বোনের সম্পর্ক গড়ে ওঠে। এরপর প্রায় দু[‘মাস ধরে কিশোরীকে ফুঁসলিয়ে বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ওই যুবক তাদের কুকর্মের ভিডিও চুপ করে মোবাইলে তুলেও রেখেছিল। তাই বারংবার কিশোরীকে ধর্ষণের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে একাধিক বার ধর্ষণের অভিযোগ তোলা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
কিশোরীর পরিবারের তরফে অভিযোগ করা হয় যে, “তাদের বাড়ির মেয়েকে ধর্ষণের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা হতো। এর পাশাপাশি সে কাউকে ধর্ষণের কথা বললে ধর্ষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হবে বলে হুমকিও দেওয়া হয়”।
Sponsored Ads
Display Your Ads Here
https://www.youtube.com/watch?v=60Fq00fnRyQ
Sponsored Ads
Display Your Ads Hereএই ঘটনার কথা চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই বিষয়ে কিশোরীর পরিবারের তরফ থেকে যুবকের মা-বাবা সহ তিনজনের নামে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। আর নির্যাতিতার পরিবারের অভিযোগ দায়ের হতেই এই ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ।