নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ কোচবিহারের বালাভূত গ্রাম পঞ্চায়েতের চর বালাভূত এলাকায় কালজানী নদীর জল বেড়ে গিয়ে ভয়ানক পরিস্থিতি তৈরী হয়েছে। চর বালাভূত এলাকার এম এস কে প্রাথমিক বিদ্যালয় নদী গর্ভে চলে যাচ্ছে।
https://www.youtube.com/watch?v=CkKNt-74h74
Sponsored Ads
Display Your Ads Hereস্থানীয় সূত্রে জানা যায়, এর আগের বন্যাতেও বালাভূত গ্রাম পঞ্চায়েতের চরবালাভূত এলাকার একটি ফ্লাট সেন্টার নদী গর্ভে চলে গিয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে বালাভূত গ্রাম পঞ্চায়েতের গোটা চর বালাভূত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Sponsored Ads
Display Your Ads Hereযদিও এই বিষয়ে তুফানগঞ্জ এক নম্বর ব্লকের আধিকারিক চরবালাভূত এলাকায় গণ পরিদর্শনে গিয়ে সমস্তটাই খতিয়ে দেখেন।