বোমাতঙ্ককে ঘিরে আতঙ্কিত স্থানীয়রা
শিবশঙ্কর চট্টোপাধ্যায়ঃ দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে বোমাতঙ্কের জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন নয়ন রাজবংশীর বাড়িতে একটি প্লাস্টিকের জারকে কেন্দ্র করেই এলাকাবাসীদের মনে রহস্য দানা বাঁধতে শুরু করে। এলাকাবাসীরা প্লাস্টিকের জারের মধ্যে বোম রয়েছে এমন অনুমান করে আতঙ্কবশত গঙ্গারামপুর থানায় খবর দিলে আইসির নেতৃত্বে পুলিশ ওই এলাকায় গিয়ে প্লাস্টিকের জারটিকে উদ্ধার করে গঙ্গারামপুর থানায় নিয়ে আসেন।
ইতিমধ্যেই গঙ্গারামপুর থানার পুলিশ বম স্কোয়াডের সঙ্গে যোগাযোগ করেছেন।
কিন্তু এলাকাবাসীরা ওই জারে বোম রয়েছে এমনটাই আতঙ্ক করছেন।