নাকাশিপাড়া থেকে উদ্ধার বিরল প্রজাতির প্রাণী
স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ নদীয়ার নাকাশিপাড়া বিধানসভার দোগাছি পঞ্চায়েতের নাংলার সাহেবতলা এলাকায় বিরল প্রজাতির একটি প্রাণীকে দেখতে গ্রামবাসীদের উপচে পড়া ভিড় নজরে আসে।
অনেকটা বাঘের মত দেখতে একটি বিরল প্রজাতির পশুকে দেখে গ্রামবাসীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই বিরল প্রজাতির পশুকে দেখে স্থানীয় গ্রামবাসীরা বন বিভাগের কর্মীদের খবর দেয়।
এরপর বন দপ্তরের কর্মীরা ওই গ্রামে এসে ওই বিরল প্রজাতির প্রাণীটিকে খাচায় বন্দি করে নিয়ে চলে যায়। অন্য দিকে এটি বিরল প্রজাতির বন বিড়াল কিনা তা নিয়ে গ্রামবাসীদের মধ্যে সন্দেহ দানা বেঁধেছে।