নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়া শান্তিপুরে মাত্র ঘণ্টাখানেকের ব্যবধানের মধ্য দু’টি আলাদা আলাদা এলাকা থেকে বিষাক্ত চন্দ্রবোড়া সাপ উদ্ধার হলো। এই দুই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, প্রথমে গতকাল সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট নাগাদ শান্তিপুর শহরের দুই নম্বর ওয়ার্ডের এক নম্বর রামগোপাল সেন স্ট্রিটে অজিত কুমার সাহার বাড়িতে এক বিশালাকার চন্দ্রবোড়া সাপ ঢুকে পড়ে।
অপরদিকে রাত ৮ টা ৩০ মিনিট নাগাদ শান্তিপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের মুচিপাড়া লেনে উত্তম দেবনাথের বাড়িতে পাশের জঙ্গল থেকে বাড়ির উঠানে একটি বিশালাকৃতি চন্দ্রবোড়া সাপ চলে আসে। এই দুইটি ঘটনার ক্ষেত্রেই বনদপ্তরের কাছে খবর দেওয়া হয়।
বনদপ্তরের সূত্রে জানা গিয়েছে যে, খবর পেয়েই স্থানীয় পশুপাখি উদ্ধারকারী অনুপম সাহা ঘটনাস্থলে এসে দু’টি সাপকেই উদ্ধার করে নিরাপদে বাহাদুরপুর পলাশগাছি বন দপ্তরের অফিসে পৌঁছে দেন। যদিও এই ঘটনা দু’টিকে কেন্দ্র করে এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে।