বিজেপির পঞ্চায়েত সদস্যরা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দিল অনাস্থা ভোট
শিবশঙ্কর চট্টোপাধ্যায়ঃ দক্ষিণ দিনাজপুরঃ গতকাল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের মোহনা গ্রামে বিজেপির পঞ্চায়েত সদস্যরা বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোট দিলো। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল।
বিজেপির পঞ্চায়েত সদস্যরা বিজেপি প্রধান লক্ষ্মী দাসের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাবের সিদ্ধান্ত নিয়েছে।
বিজেপি সদস্যরা সাত নম্বর মোহনা গ্রাম পঞ্চায়েত প্রধান লক্ষ্মী দাসের বিরুদ্ধে কুমারগঞ্জ পঞ্চায়েত উন্নয়ন আধিকারিকের সামনে অনাস্থা ভোট দেয়। এছাড়া তৃণমূল ও সিপিএম পঞ্চায়েত সদস্যরাও অনাস্থার পক্ষে যোগ দিয়েছে।
মোহনা গ্রাম পঞ্চায়েতের মোট সতেরো জন সদস্য মধ্যে ১২ জন বিজেপি, ৪ জন তৃণমূল এবং ১ জন সিপিএম সদস্য রয়েছে। এদের মধ্যে ৯ জন বিজেপি, ৪ জন তৃণমূল ও ১ জন সিপিএম সদস্য পঞ্চায়েত প্রধান লক্ষ্মী দাসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে।
এদিন দুপুরে কুমারগঞ্জ সমষ্টি উন্নয়ন দপ্তরের পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক (পিডিও) উল্লাস ভট্টাচার্য্যের উপস্থিতিতে অনাস্থা প্রস্তাবে ভোট দেওয়া হয়।