চয়ন রায়ঃ কলকাতাঃ তৃণমূল সুপ্রিমো নির্বাচনী ইস্তেহারে পড়ুয়াদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি মতো আজ সাংবাদিক বৈঠকের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে আগামী ৩০ শে জুন থেকে ছাত্র-ছাত্রীদের ক্রেডিট কার্ড চালু হয়ে যাবে।
ছাত্র-ছাত্রীরা এই ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়াশোনার বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সুযোগে সুবিধা পাবে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য শিক্ষাশ্রী, কন্যাশ্রী-স্বামী বিবেকানন্দ মেরিটের মতো রাজ্যের একাধিক প্রকল্প আছে। আর এবার ১০ লক্ষ টাকার স্টুডেন্টস ক্রেডিট কার্ড চালু করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার এর গ্যারান্টার হবে।
ছাত্র-ছাত্রীরা আমাদের গর্ব। ছাত্র-ছাত্রীদের শিক্ষা দেওয়ার জন্য নিজের পায়ে দাঁড় করানোর জন্য মা-বাবাকে আর চিন্তা করতে হবে না। ঘর-বাড়ি বেচতে হবে না। রাজ্য সরকার পাশে থাকবে। স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা কোর্স, পেশাভিত্তিক কোর্স, ডক্টরেট, পোস্ট ডক্টরেট সহ অন্যান্য উচ্চশিক্ষার সমস্ত খরচের জন্য এই টাকা ব্যবহার করা যাবে”।