চয়ন রায়ঃ কলকাতাঃ ৩১ শে জুলাইয়ের মধ্যে সুপ্রিম কোর্ট আইএসসি ও সিবিএসই দ্বাদশ শ্রেণীর ফলপ্রকাশের নির্দেশ দিল। পরীক্ষা ছাড়া মুল্যায়ন প্রক্রিয়া কিভাবে হবে তা আগামী ১০ দিনের মধ্যে হলফনামা আকারে আদালতে পেশ করতে হবে। একমাত্র অন্ধ্রপ্রদেশে দ্বাদশ শ্রেণীর লিখিত পরীক্ষা নিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছে।
সংক্রমণ এড়িয়ে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নেওয়া সম্ভব কিভাবে শুক্রবারের মধ্যে অন্ধ্রপ্রদেশকে জানাতে হবে। পরীক্ষা চলাকালীন কোনো শিক্ষার্থী সংক্রমিত হলে অন্ধ্র বোর্ড কি পদক্ষেপ গ্রহণ করতে হবে? তাও সুপ্রিম কোর্টকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে আদালত যাতে সব স্টেট বোর্ডগুলোকে একটি ইউনিফর্ম পলিসি গ্রহণের নির্দেশ দেয় সেই প্রস্তাব ওঠে। কিন্তু সুপ্রিম কোর্ট সেই প্রস্তাব খারিজ করে দেয় কারণ সব রাজ্যের বোর্ডগুলো ভিন্ন প্রকৃতির তাই সেই পলিসি গ্রহণ করা সম্ভব নয়।
অপরদিকে, ইতিমধ্যে রাজ্যের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ মূল্যায়ন পদ্ধতি প্রকাশিত করেছে। যেখানে ৩১ শে জুলাইয়ের মধ্যেই উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে।