অটো ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ জন
দ্বিজেন্দ্রপ্রসাদ মুখোপাধ্যায়ঃ বীরভূমঃ ১৪ নম্বর জাতীয় সড়কে ফের মুখোমুখি একটি যাত্রীবাহী অটো ও একটি পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটলো। এই দুর্ঘটনায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ২ জন। আর আহত হয়েছেন ৪ জন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল সিউড়ির ছাপতলা থেকে একটি যাত্রীবাহী অটোতে মোট ৬ জন যাত্রী দুবরাজপুরের দিকে যাচ্ছিল। সেই সময়ই সদাইপুর থানার অন্তর্গত বাঁধেরশোল মোড়ের কাছে ওই যাত্রীবাহী অটোর একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এই ঘটনায় নুরুন্নেসা বিবি নামে একজন মহিলা ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে সদাইপুর থানার ওসি মহম্মদ মিকাইল মিয়ার নেত্বত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হলে সেখানে আরো একজন মহিলা প্রাণ হারান।
পুলিশ এই ঘটনায় দুটি গাড়িকে আটক করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়।