বেহাল নিকাশী ব্যবস্থার জেরে জর্জরিত এলাকাবাসী

Share

রাজ খানঃ বর্ধমানঃ নিম্নচাপের জেরে বেশ কয়েকদিনের একটানা বৃষ্টিতে রাজ্য তথা জেলার বেশীরভাগ এলাকাতেই জল জমেছিল। আর এবার জল থইথই অবস্থা বর্ধমান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাড়াপুকুর পি সি মিত্রলেন ও পার্কাসরোড এলাকা।

https://www.youtube.com/watch?v=E0L5ZTul0yc


ফি বছর বর্ষাতেই এই এলাকায় জল জমেছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। এলাকাবাসীদের অভিযোগ, “দীর্ঘদিন ধরে এলাকার বেহাল নিকাশী ব্যবস্থা। পৌরসভাকে বারংবার জানিয়েও কোনোরকম সুরাহা হয়নি”।

https://www.youtube.com/watch?v=rdq4kemnhJ8


এর ফলে স্থানীয় বাসিন্দারা যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে অত্যন্ত সমস্যার মধ্যে রয়েছেন।


https://www.youtube.com/watch?v=Yso_nm4FOA0

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031