রাজ খানঃ বর্ধমানঃ নিম্নচাপের জেরে বেশ কয়েকদিনের একটানা বৃষ্টিতে রাজ্য তথা জেলার বেশীরভাগ এলাকাতেই জল জমেছিল। আর এবার জল থইথই অবস্থা বর্ধমান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাড়াপুকুর পি সি মিত্রলেন ও পার্কাসরোড এলাকা।
https://www.youtube.com/watch?v=E0L5ZTul0yc
Sponsored Ads
Display Your Ads Hereফি বছর বর্ষাতেই এই এলাকায় জল জমেছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। এলাকাবাসীদের অভিযোগ, “দীর্ঘদিন ধরে এলাকার বেহাল নিকাশী ব্যবস্থা। পৌরসভাকে বারংবার জানিয়েও কোনোরকম সুরাহা হয়নি”।
https://www.youtube.com/watch?v=rdq4kemnhJ8
Sponsored Ads
Display Your Ads Here
এর ফলে স্থানীয় বাসিন্দারা যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে অত্যন্ত সমস্যার মধ্যে রয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=Yso_nm4FOA0