বিষধর সাপের কামড়ে মৃত্যু হলো ১ মহিলার
অমিত মহন্তঃ গঙ্গারামপুরঃ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার ধোপাদিঘি এলাকায় বিষধর সাপের কামড়ে মৃত্যু হল এক মহিলার। এই ঘটনায় শোকের ছায়া পরিবার সহ গোটা এলাকা জুড়ে।
পরিবার সূত্রে জানা গেছে, রাতের বেলা ওই মহিলা খাওয়া-দাওয়া করে স্বামীর সাথে ঘরের বারান্দার মেঝেতে শুয়ে ছিলেন। কিন্তু আচমকা বিছানায় সাপ ঢুকে তাকে কামড় দেয়। এরপরে পরিবারের লোকজন ওই মহিলাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। সেখানেই ওই মহিলার চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়।
মৃত মহিলার নাম পূর্ণিমা মুর্মু। বয়স ৩২ বছর। বাড়ি গঙ্গারামপুর ব্লকের ১০ নম্বর উদয় গ্রাম পঞ্চায়েতের ধোপাদিঘী এলাকায়।
তারপর গঙ্গারামপুর থানার পুলিশ ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে বালুরঘাট সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।