ভাসমান ডুলুং নদীর জলে ব্যাহত যাতায়াত ব্যবস্থা
নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়গ্রামঃ টানা বৃষ্টিতে জল বাড়লো ডুলুং নদীতে। প্রতিবারের মতো এবারেও ঝাড়গ্রাম জাম্বনী একদিকে বিচ্ছিন্ন হয়ে গেলো। প্রতিবারই ব্রিজের দাবী করে ক্লান্ত মানুষকে দূর্ভোগের শিকার হতে হয়। আশ্বাস থাকলেও আজ পর্যন্ত ব্রিজ না হওয়ায় সাধারন মানুষ চরম অসুবিধা ভোগ করছেন।
প্রতিবারের মতো এই বছরেও এলাকার মানুষ ভোগান্তির শিকার। জাম্বনী থেকে এখন চিল্কিগড় হাসপাতালে কোনো রোগীকে নিয়ে যাওয়া সম্ভব নয়। প্রায় ১৪ কিলোমিটার দূরে ঝাড়গ্রামে আনতে হবে। আবার গিধনী এলাকায় কেউ গুরুতর অসুস্থ হলে ঘুর পথে প্রায় ২০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে আনতে হবে।
যতদিন না জল কমে ততদিন এলাকাবাসীকে চরম সমস্যার মধ্যে কাটাতে হবে। জাম্বনী ব্লককে ডুলুং নদী দু’ভাগে ভাগ করেছে। তা সাধারণ মানুষকে শুধু স্বাস্থ্য নয় প্রশাসনিক কাজেও চরম সমস্যায় পড়তে হবে। মানুষের প্রয়োজন থাকলেও বিডিও বা পঞ্চায়েত অফিসে আসতে পারবেন না।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এখনো আগামী ৪৮ ঘণ্টা আরো বৃষ্টি চলবে ফলে মানুষের দূর্ভোগ আরো বাড়বে।