নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ারঃ গতকাল রাতে আলিপুরদুয়ারের দলমোড় চা বাগানের বাংলো সংলঘ্ন এলাকায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একটি পূর্ণবয়স্ক বুনো হাতির।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন থেকেই বাংলো সংলগ্ন এলাকায় বিদ্যুত্ এর হাই ভোল্টেজ তার নীচে ঝুলছিল। সেই তারেই হাতিটি বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যায়। এরপর এলাকাবাসীরা বনদপ্তরকে খবর দেয়।
Sponsored Ads
Display Your Ads Here
হাতি মৃত্যুর খবর পেয়ে বনদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে এসে উপস্থিত হন। জলপাইগুড়ির বনদপ্তরের আধিকারিক সীমা চৌধুরী বলেছেন, ”ভোরবেলা এলাকার বাসিন্দাদের কাছ থেকে হাতির মৃত্যুর খবর পাওয়া যায়। এই মুহূর্তে ডুয়ার্সের জঙ্গলে প্রচুর হাতি রয়েছে। তাই মাঝের মধ্যেই রেতী, ডায়না, দলগাঁও, মরাঘাট জঙ্গল থেকে হাতির দল বেরিয়ে আসে। সেই সময় দলছুট হয়ে একটি হাতি দলমোড় বাগানে খাবারের সন্ধানে ঢুকে পড়ে”।
Sponsored Ads
Display Your Ads Here
জলপাইগুড়ি বন বিভাগের ডিএফও মৃদুল কুমার জানিয়েছেন, ”প্রাথমিক তদন্তে মনেঙ্করা হচ্ছে হাতিটির বিদ্যুত্স্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে। যদিও এই ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি বিদ্যুত্ এর তার ঝুলে থাকার বিষয়টিও তদন্ত করে দেখা হবে। এছাড়া ময়নাতদন্তের পর হাতিটির মারা যাওয়ার প্রধান কারণ জানা যাবে”। এই হাতিটি মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকাময় তীব্র চঞ্চলতা সৃষ্টি হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here