তৃণমূলের বিরুদ্ধে বিজেপির মহিলা কর্মী ও তার মেয়েকে মারধরের অভিযোগ উঠল

Share

শিবশঙ্কর চট্টোপাধ্যায়ঃ দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুরে এখনো ভোট পরবর্তী হিংসা অব্যাহত। এবার জেলার গঙ্গারামপুরে বিজেপির মহিলা কর্মী ও তার মেয়েকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

https://www.youtube.com/watch?v=E0L5ZTul0yc


https://www.youtube.com/watch?v=V-O_XoXE2R4

গঙ্গারামপুর পৌরসভার বোরডাঙ্গি এলাকায় বিজেপির মহিলা টাউন সম্পাদক চন্দনা পাল রাজবংশী এবং তার মেয়ে কেয়া রাজবংশীকে মারধরের তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি।


বিজেপির অভিযোগ, “এলাকার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর দেবযানী দত্ত দে সরকারের নেতৃত্বে চন্দনা পাল রাজবংশী ও কেয়া রাজবংশীকে মারধর করা হয়। সাইকেল প্রতিযোগীতায় রাজ্য স্তরের খেলোয়াড় কেয়া রাজবংশী বর্তমানে গঙ্গারামপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে”।


https://www.youtube.com/watch?v=Yso_nm4FOA0

বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার জানান, “ভোট-পরবর্তী হিংসা এখনো অব্যাহত রয়েছে। গতকাল তৃণমূলের বিদায়ী কাউন্সিলারের নেতৃত্বে গঙ্গারামপুরে বিজেপির মহিলা টাউন সম্পাদক চন্দনা পাল রাজবংশী এবং তার মেয়ে কেয়া রাজবংশীকে মারধর করা হয়। জঘন্য কাজ চলছে। দল-মত নির্বিশেষে সকল মানুষের গর্জে ওঠা প্রয়োজন”।

https://www.youtube.com/watch?v=Ghm9_Suq4R0

অপরদিকে তৃণমূল মারধরের ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর সুভাষ চাকী জানিয়েছেন, “গঙ্গারামপু্রের ঘটনা দুটি পরিবারের মধ্যে পারিবারিক বিবাদ। ভোটে হারার পর মানুষের মন পেতে বিজেপি যে কোনো ঘটনায় রাজনীতির রং লাগাতে শুরু করেছে। এই ঘটনায় কোনো রাজনীতি নেই। আর এই ঘটনায় তৃণমূল জড়িতও নয়”।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031