দীপঙ্কর গোস্বামীঃ মালদাঃ যা ভয় করা হয়েছিল এবার ঠিক তাই হলো। বিহার ও উত্তরপ্রদেশের পর এবার এই রাজ্যের মালদা জেলার নদীতেও একাধিক মৃতদেহ ভেসে উঠছে।
https://www.youtube.com/watch?v=C01X3s0trUU
Sponsored Ads
Display Your Ads Hereস্থানীয় সূত্রে জানা যায়, প্রায় রোজই মালদার ভুতনি কেশরপুরের গঙ্গায় পচা গলা দেহ একে একে ভেসে আসছে। এলাকার স্থানীয়রা এই প্লাস্টিকে মোড়া মৃতদেহ নদীতে ভাসতে দেখে গোটা এলাকা জুড়ে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=RzhEFzO4dlU
এর পাশাপাশি স্থানীয়দের দাবী যে, “এই প্লাস্টিকে মোড়া মৃতদেহ এলাকার কোনো স্থানীয়ের নয়। প্লাস্টিকে মোড়া মৃতদেহগুলি অন্য কোথা থেকে ভেসে আসছে”। এলাকার বাসিন্দারা এই প্লাস্টিকে মোড়া মৃতদেহগুলি দেখে এলাকায় করোনা সংক্রমণের আশঙ্কা করছেন।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে এসে পুরো বিষয়টি খতিয়ে দেখেন। এর পাশাপাশি জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, “দুটি মৃতদেহ পাওয়া গেছে। যেহেতু ভূতনি একেবারেই সীমান্তবর্তী থানা তাই অন্য রাজ্য থেকে মৃতদেহ দুটির ভেসে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মৃতদেহ দুটি দেহ এতোটাই পচে গেছে যে চিহ্নিতকরণ খুবই মুশকিল। মৃতদেহ দুটি ময়নাতদন্তের পর করোনা বিধি মেনেই সংস্কার করা হবে”।