নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়গ্রামঃ করোনার সময় যাতে গ্রামীণ হাসপাতালে চিকিৎসার কোনো খামতি না হয় এর জন্য স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করছেন ডাক্তার বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো। ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো হাসপাতাল আসতে রাস্তা খারাপের অভিযোগ পেয়ে সমস্ত এলাকা পরিদর্শন করতে যান।
https://www.youtube.com/watch?v=GQLxnkVnnd4
Sponsored Ads
Display Your Ads Hereকরোনার দ্বিতীয় ফেজে গতবারের থেকে গ্রামগুলোতেও অনেক বেশী করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে। তাই গ্রামীন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির কার্যকারীতা অনেকটাই বেড়ে গেছে।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=my00zXpZers
আজ ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো হাসপাতালগুলির অবস্থা পর্যবেক্ষণের লক্ষ্যে ঝাড়গ্রামের শালবনি ব্লকের লাউড়িয়াদাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ভিজিট করে মানুষের ভালো মন্দ খোঁজ নেন। এর পাশাপাশি হাসপাতালে বা শহরে আসার গ্রামীণ রাস্তাগুলোর অবস্থা ভালো না হলে দ্রুত শহরে রোগী আনা সম্ভব নয় তাই গোবিন্দপুরে গ্রামীন রাস্তার অবস্থাও পরিদর্শন করলেন।
Sponsored Ads
Display Your Ads Here
https://www.youtube.com/watch?v=H9cmV0rLnGo
এখন বাইরে কাজ নেই। এলাকায় কর্মসংস্থান করতে পারলে অনেকটাই সুরাহা হয়। সেই লক্ষ্যে ফিশারীর জন্য বাঁধকে কিভাবে কাজে লাগানো যায় তা খতিয়ে দেখেন। বাঁধের জলে একদিকে চাষের পাশাপাশি অপরদিকে মাছ চাষ করা গেলে বেকার সমস্যার অনেকটাই সমাধান হবে।
ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো জানান, “এলাকার মানুষরা প্রাক্তন সাংসদকে হাসপাতাল ও রাস্তা সহ এলাকার অবস্থার কথা জানিয়ে ছিলেন। তাই তার নির্দেশ অনুযায়ী হাসপাতাল এলাকা পরিদর্শন করলেন। কিভাবে ব্যবস্থা নেওয়া যায় সেটাও দেখা হচ্ছে”।
ডাক্তার বিধায়ককে এভাবে যেকোনো সমস্যায় নিজের মাঝে পেয়ে গ্রামবাসীরা অত্যন্ত খুশী।