তৃণমূল কর্মীকে খুনের অভিযোগে ৪ বিজেপি কর্মীর সাজা ঘোষিত হলো
দ্বিজেন্দ্রপ্রসাদ মুখোপাধ্যায়ঃ বীরভূমঃ বীরভূমের খয়রাশোলের মুক্তিনগর গ্রামে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করার ঘটনায় গ্রেপ্তার হওয়া চার জন বিজেপি কর্মীকে সাত দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দিলো দুবরাজপুর আদালত।
প্রসঙ্গত, গত মে মাসের ৭ তারিখ খয়রাশোল থানার অন্তর্গত মুক্তিনগর গ্রামের একজন তৃণমূল কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। সেই ঘটনায় বুধবার বিকালে অভিযুক্ত চার জনকে খয়রাশোল ও সিউড়ি থানার পুলিশ গ্রেপ্তার করে।
এদিন অভিযুক্ত চার জন সিউড়ির এস পি মোড়ে বিজেপির অস্থায়ী পার্টি অফিসে গা ঢাকা দিয়েছিল বলে অভিযোগ করা হয়। গ্রেপ্তার হওয়া চার জন হলেন মৃণাল সূত্রধর, ময়দা বাউরী, শ্যামল বাগদি এবং শেখ ইসমাইল। গতকাল চার জন অভিযুক্তকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন।