নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আগামী ৩ রা জুন বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে পরের দিন শুক্রবার দুপুর ১২ টা অবধি হাওড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে ৫০ নম্বর ওয়ার্ড ও ৬৩ নম্বর ওয়ার্ড থেকে ৬৬ নম্বর ওয়ার্ডে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে।
হাওড়া পৌরসভা সূত্রের খবর অনুযায়ী জানা যায়, হাওড়া পৌরসভা শহরে পানীয় জলের সরবরাহ স্বাভাবিক রাখতে সময় পরিবর্তনের পাশাপাশি জলের চাপ এবং ছিদ্রপথ মেরামত শুরু করেছে।
পাইপের মুখ থেকে ভাটার কারণে জল নেমে যাওয়ায় পাম্প করে জল তোলা সম্ভব হয়নি। জল প্রকল্পের মূল পাইপ লাইনে ছিদ্র দেখা দেওয়ায় পানীয় জলের সমস্যা সৃষ্টি হচ্ছে।
আর পদ্মপুকুর জল প্রকল্পের গঙ্গা থেকে জল তোলার জন্য বোটানিক্যাল গার্ডেনের ভিতরে একটি পাম্পিং স্টেশন আছে। তাই সেই পাম্পিং স্টেশনের কাজ হওয়ার জন্য আগামীকাল ১২ টা থেকে শুক্রবার ১২টা পর্যন্ত পানীয় জল পরিষেবা আপাতত বন্ধ থাকবে।