বৌদি ও দেওরের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তেজিত এলাকা
দীপঙ্কর গোস্বামীঃ মালদাঃ বৌদি ও দেওরের জোড়া রহস্যজনক মৃত্যুর ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার রতুয়া থানার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের মাকাইয়া গ্রামে।
এই ঘটনায় পুলিশ মৃত গৃহবধুর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে তদন্তকারী পুলিশ কর্তারা।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত গৃহবধূর নাম মিনু ঘোষ। বয়স ২০ বছর। তার বাবার বাড়ি হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের দৌলত নগর গ্রাম পঞ্চায়েতের ফতেপুর গ্রামে। মৃত দেওরের নাম শিবশঙ্কর ঘোষ। বয়স ৩০ বছর। তিন বছর আগে মিনুর দেখাশোনা করে মাকাইয়া গ্রামের যুবক শুভঙ্কর ঘোষের সাথে বিয়ে হয়। শুভঙ্কর পেশায় একজন কৃষক। তাদের দু’বছরের একটি মেয়ে রয়েছে।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, শিবশঙ্কর শোওয়ার ঘরে গিয়ে বৌদি মিনুর গলায় ধারালো ব্লেডের কোপ মেরে শ্বাসনালী কেটে খুন করে। এরপরই শিবশঙ্কর নিজে ঘরের ছাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়। কিন্তু এই ঘটনার পিছনে কি রহস্য সেটা এখন প্রাথমিক স্তরে রয়েছে।
রতুয়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনো দুই পরিবারের পক্ষ থেকে এই ঘটনার বিষয়ে কোনো রকম অভিযোগ জানানো হয়নি। মৃত্যুর কারণ ধোঁয়াশার মধ্যে রয়েছে।