দ্বিজেন্দ্রপ্রসাদ মুখোপাধ্যায়ঃ বীরভূমঃ এবার ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত রোগীর সন্ধান মিলল বীরভূমের রামপুরহাটে। আক্রান্ত রোগীর নাম জামনাতুরা বিবি। বয়স ৮৬ বছর। জামনাতুরা বিবি রামপুরহাট পুরসভার নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
তিনি রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। ওই বৃদ্ধার রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে পরীক্ষা করে মিউকরমাইকোসিস জীবাণু ধরা পড়ে। ওই বৃদ্ধার চিকিৎসার জন্যে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত স্বাস্থ্য ভবনের দ্বারস্থ হয়েছে।
https://www.youtube.com/watch?v=BwtWa3Not8g
Sponsored Ads
Display Your Ads Here
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মিউকরমাইকোসিসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যাচ্ছে। তাই এবার করোনার পাশাপাশি নতুন করে মিউকরমাইকোসিস রোগের জন্য আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন রাজ্যবাসী।