হাতির উপদ্রবে আতঙ্কিত স্থানীয়রা
নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ খাবারের সন্ধানে লোকালয়ে এসে জঙ্গলে ফিরে যেতে পারলো না। সারা দিনভর গজরাজ আটক রইল। প্রায় প্রতিদিন রাতে শিলিগুড়ির বৈকুন্ঠপুর জঙ্গল থেকে হাতির পাল খাবারের সন্ধানে লোকালয়ে আসে। কিন্তু দিনের আলো ফোটার আগে জঙ্গলে ফিরে যায়।
তবে গতকাল দলছুট এক হাতি জঙ্গল থেকে বেরিয়ে ফেরে আর জঙ্গলে ফিরতে পারলো না। সারাদিন মিলন মোড় এলাকায় দাপিয়ে বেড়ালো। অবশেষে বনকর্মীরা এসে হাতিটিকে জঙ্গলে ফেরায়। কিছু দিন চিতাবাঘের হানা এর পর হাতির হানায় আতঙ্কিত হয়ে এলাকা বাসিন্দাদের ঘুম ছুটেছে।