রাজ খানঃ বর্ধমানঃ যশ এর প্রভাবে গ্রামের রাস্তা জলমগ্ন হওয়ায় রাস্তার দাবীতে কিছুক্ষণের জন্য গ্রামবাসীরা বর্ধমানের ভাতারে মুরাতিপুরে বাদশাহী রাস্তা অবরোধ করে।
পরে উপপ্রধানের আশ্বাসে রাস্তা অবরোধ উঠে যায়।
ঘূর্ণিঝড় যশ এর জেরে গত তিন দিন থেকে দফায় দফায় বৃষ্টিপাত হয়।
জেলাপ্রশাসন সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন জায়গায় গড়ে ৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। যার জেরে জেলায় একদিকে যেমন বেশ কিছু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি বেশ কিছু রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে।
ভাতারের মুরাতিপুর গ্রামে ফকিরডাঙ্গা পাড়ায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই পাড়ায় দুটি মেন রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে।
পরে এই ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ ও নিত্যানন্দ পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলী ঘটনাস্থলে আসে। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলীর আশ্বাসে অবরোধ উঠে যায়। পরে জুলফিকার আলী ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শন করেন এবং মেরামতি করে দেওয়ার আশ্বাস দেন।
অন্যদিকে জেলাপ্রশাসন সূত্রে জানা গেছে, শেষ খবর পাওয়া পর্যন্ত ২২০ টি রিলিফ ক্যাম্পে মোট ৯৭৪৭ জন মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে।
জেলার ১৫৯ টি গ্রাম পঞ্চায়েত এলাকা কমবেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৭৫ টি কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৪০০০ জন মানুষকে ত্রিপল দেওয়া হয়েছে।
পাশাপাশি ঘূর্ণিঝড় যশ এর ফলে তিল ও গ্রীষ্মকালীন সব্জি চাষে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলার ৩৭৩ হেক্টর আখ জমি, ১২৮৯৮ হেক্টর তিল জমি এবং ৭১৪২ হেক্টর গ্রীষ্মকালীন সব্জি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বিদ্যুৎ ক্ষেত্রে প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।