বাঁধ ভেঙে জল ঢুকছে গ্রামে
সৈকত দাসঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ ঘূর্ণিঝড় ‘যশ’ এর প্রভাবে পরবর্তীতে ভোর রাত থেকে বৃষ্টির জেরে দক্ষিণ চব্বিশ পরগণার সোনাখালিতে মাতলা নদীর বাঁধ ভেঙে গ্রামের মধ্যে হুড়মুড়িয়ে জল প্রবেশ করছে।
জলের স্রোত ভয়াবহ আকার নিয়ে হুড়মুড় করে গ্রামের মধ্যে আছড়ে পড়ছে। পথঘাট সহ বিস্তীর্ণ এলাকাকে জলমগ্ন করে তুলছে।
এই বিপুল পরিমাণ জল ঢুকতে দেখে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। শীঘ্র এই বৃষ্টি না কমলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। বিস্তীর্ণ এলাকা বানভাসী হয়ে উঠবে।