পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ ঘূর্ণিঝড় যশ এর প্রভাবে কাকদ্বীপ, নামখানা, বকখালি, পাথরপ্রতিমা, সাগরদ্বীপ সহ উত্তর চব্বিশ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এরমধ্যে সকাল থেকেই মুড়িগঙ্গা নদীর বাঁধ ভেঙে গ্রামে হুড়মুড়িয়ে জল ঢুকতে শুরু করেছে।
সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, জলমগ্ন এলাকা থেকে গ্রামবাসীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। কাকদ্বীপ হাসপাতালের সামনেও প্রায় এক হাঁটু জল হওয়ায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডেও জল ঢুকে পড়েছে। এর জেরে বহু রোগী ও রোগীর পরিবার-পরিজনেরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন। স্থানীয় প্রশাসনের উদ্যোগে চিকিত্সাধীন রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Hereএছাড়া সাগরের কচুবেড়িয়া, সাউঘেরি, বাস স্ট্যান্ড এলাকা পুরোপুরি জলে ডুবে গেছে। এরই মাঝে এলাকাবাসীদের অভিযোগ, “জলনিকাশি ব্যবস্থার বেহাল অবস্থার কারণেই এই পরিস্থিতি তৈরী হয়েছে”।
যদিও ইতিমধ্যেই জেলা প্রশাসনিক আধিকারিকদের তৎপরতায় জলমগ্ন গ্রামের মানুষজনকে উদ্ধার করে বিভিন্ন ফ্লা়ড সেন্টারে রাখা হয়েছে।