চয়ন রায়ঃ কলকাতাঃ ২০২০ তে আমফান ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রায় সাত দিন কলকাতার নানা এলাকায় সিইএসসির বিদ্যুত্ পরিষেবা ব্যহত ছিল। ফলে মানুষ চরম বিপাকের মধ্যে পড়েছিল। যা নিয়ে মুখ্যমন্ত্রী সহ ফিরহাদ হাকিম ক্ষোভ প্রকাশ করেছিলেন। বিদ্যুত্ পরিষেবা ব্যহতের জন্য সাধারণ রাস্তায় নেমে প্রতিবাদও জানিয়েছিলেন।
তাই যাতে গতবারের মতো কঠিন পরিস্থিতি এবার না আসে সেই কারণে সিইএসসি আগাম সাবধানতা নিচ্ছে। সিইএসসির পক্ষ থেকে জানানো হয় যে, “২,৫০০ এর বেশী কর্মী রাস্তায় থাকবে। যা নিয়ে কলকাতা পুরসভার সঙ্গে দফায় দফায় কথা হচ্ছে। এছাড়া যাতে করোনা হাসপাতালেও বিদ্যুত্ পরিষেবা থাকে সেদিকে নজর রাখা হচ্ছে”।
সিইএসসির তরফ থেকে আরো জানানো হয়েছে যে, “আমাদের চেষ্টা থাকবে বিদ্যুত্ পরিষেবা যেন কোনোভাবে বিচ্ছিন্ন না হয়। হাসপাতালগুলিতে অতিরিক্ত জেনারেটর রাখা হচ্ছে। ব্যাকআপ সাপ্লাইয়ের জন্য হাসপাতাল গুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। যতটা সম্ভব অক্সিজেন পার্লারের সব তথ্য রাখার চেষ্টা করা হচ্ছে। ইমার্জেন্সি কল সেন্টার সহ কম্যান্ড সেন্টার থাকছে”।
ইমার্জেন্সি হেল্প লাইন নম্বর- 1912/ 35011912/ 44031912/ 18605001912 আর হোয়াটস্যাপ থাকছে নম্বর -7439001912