ড্রাগস না পেয়ে আত্মঘাতী ১ যুবক
দীপঙ্কর গোস্বামীঃ মালদাঃ ড্রাগসের নেশায় বাধা পেয়ে আত্মঘাতী হলেন এক যুবক৷ এমনটাই জানালেন আত্মঘাতী যুবকের কাকা মৃণ্ময় পাল। মৃত ওই যুবকের নাম তমাল পাল। বয়স ২৪৷ বাড়ি মালদার চাঁচলের পোদ্দার পাড়া এলাকায়৷
পরিবার সূত্রে জানা যায়, আজ সকালে তমাল বাড়িতে আত্মঘাতী হয়। আরোও জানা যায়, বেশ কিছুদিন ধরে সে ড্রাগের নেশায় আসক্ত ছিলেন৷ প্রতিদিন নেশার জন্য মায়ের কাছে টাকা চাইতেন৷ প্রথমদিকে মা বিষয়টি বুঝতে না পারলেও পরে জানতে পারেন যে তমাল ড্রাগের নেশায় আসক্ত৷
এরপরেই পরিবারের লোকজন তমালকে ড্রাগের নেশার রাস্তা থেকে সরিয়ে আনার চেষ্টা করেন৷ এরপর তাকে ঘরেই আটকে রাখা হয়৷ এদিকে নির্দিষ্ট সময়ে তমাল ড্রাগস না পেয়ে উত্তেজিত হয়ে উঠতেন৷ শেষ পর্যন্ত শনিবার সকাল সাড়ে ১০ টা নাগাদ নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন৷
বিষয়টি নজরে আসতেই তমালকে পরিবারের লোকজন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন৷ তমালের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে৷