নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ করোনা আবহে অ্যাম্বুলেন্স পাওয়া জুরি মেলা ভার। আর যদিও বা অ্যাম্বুলেন্স মেলে সেক্ষেত্রে অ্যাম্বুলেন্স ভাড়া মেটানো দুষ্কর। তাই এবার মেদিনীপুরের করোনা আক্রান্ত রোগীদের জন্য টোটো অ্যাম্বুলেন্স চালু করলেন তৃণমূলের বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়া।
করোনা পরিস্থিতিতে রাতে হোক বা দিনে সময়মতো অ্যাম্বুলেন্স বা যানবাহন না পাওয়া যাওয়ায় রোগীকে হাসপাতালে নিয়ে যেতে রোগীর পরিবার-পরিজনদের নাজেহাল হতে হয়। এর ফলে অনেক সময় করোনা রোগীর শারীরিক পরিস্থিতির অবনতি হলে যথাযথ চিকিত্সা না পেয়ে প্রাণ হারাতেও হয়। তাই মেদিনীপুরবাসীর অসুবিধার কথা মাথায় রেখেই জুন মালিয়ার উদ্যোগে টোটো অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু হলো।
গতকাল জুন মালিয়া মেদিনীপুরের বটতলা চকে পাঁচটি টোটো অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলেন। এই টোটোগুলির একটি হেল্পলাইন নম্বর রয়েছে। এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা মাত্রই এই টোটোগুলি বাড়িতে এসে বিনামূল্যে করোনা রোগীদের মেদিনীপুর যেকোনো হাসপাতালে পৌঁছে দেবে।
এছাড়া যাতে টোটো চালকদের করোনা সংক্রমণ না হয় তাই টোটো চালককে পিপিই কিটও দেওয়া হয়েছে। বিধায়কের এই উদ্যোগে অত্যন্ত খুশী স্থানীয়রা।
প্রসঙ্গত, জুন মালিয়া হাসপাতালের বাইরে করোনা রোগীদের পরিবার-পরিজনদের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কমিউনিটি কিচেন খুলেছেন। যেখানে বিনামূল্যে খাবারের ব্যবস্থাও করে দিয়েছেন।