নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ পুরুলিয়ার পাড়া থানার ভাগাবাঁধ এলাকায় পুকুর পাড়ে সাজানো কাঠের চিতার উপর পড়ে থাকা করোনা আক্রান্তের আধপোড়া দেহকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ৫৫ বছর বয়সী মকর গরাই নামে এলাকার একজন বাসিন্দা পুরুলিয়ার হাতোয়ারা কোভিড হাসপাতালে চিকিত্সা চলাকালীন করোনা আক্রান্তে মারা যান। এরপর ওই ব্যক্তির পরিবার পুলিশের উপস্থিতিতে পুকুরের কাছে একটি শ্মশানে কাঠের চিতায় আগুন ধরিয়ে মৃতদেহ সত্কার করেন।
কিন্তু পরের দিন সকালে এলাকাবাসীরা ওই ব্যক্তির আধপোড়া মৃতদেহ দেখতে পাওয়া মাত্রই পুলিশকে খবর দেন। এই খবর পাওয়া মাত্রই আনাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মৃতদেহটি সত্কার করে।
যদিও এই ঘটনায় এলাকার বাসিন্দারা মনে করছেন যে, “পুলিশ ঘটনাস্থল থেকে চলে যেতেই পরিবারের লোকজনও সেখান থেকে চলে যান। তবে কোনো কারণবশত আগুন নিভে যাওয়ায় ওই ব্যক্তির মৃতদেহ আধপোড়া অবস্থায় থেকে যায়”।