৫ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ১ মহিলা
নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ শিলিগুড়ির প্রধান নগর থানার পুলিশের হাতে উদ্ধারপ্রাপ্ত পাঁচ কেজি গাজা সহ একজন মহিলা গ্রেপ্তার হলো। রাজ্য সরকারের নির্দেশে রাজ্য জুড়ে লকডাউন চলছে। এর মধ্যেও সক্রিয় পাচার চক্র। লকডাউনে উপেক্ষা করে যাতে কেউ বিনা প্রয়োজনে বাইরে বের হতে না পারে তার জন্য করোনা আবহের মধ্যে নজরদারী চালাচ্ছে পুলিশ।
গোপন সুত্রের খবরের ভিত্তিতে পুলিশ শিলিগুড়ির রতনলাল বস্তি এলাকায় অভিযান চালায়। পুলিশ তল্লাশি চালিয়ে বমাল গাঁজা সহ সোনা বিবিকে গ্রেপ্তার করে। অন্যদিকে শিলিগুড়ির চম্পাসারি মোড় থেকে নেশার ট্যাবলেট বিক্রি করতে এসে একজন যুবক ধরা পড়লো।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে চম্পাসারির বাসিন্দা বিজন দাস নামক ওই যুবক নেশার ট্যাবলেট বিক্রি করে আসছিল। তার থেকে পাঁচশোর অধিক ট্যাবলেট উদ্ধার করা হয়। আজ ধৃত দু’জনকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।