বৈদ্যুতিক শকে প্রাণ হারালো ১ কিশোর
শিবশঙ্কর চট্টোপাধ্যায়ঃ দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুরের পতিরামে বৈদ্যুতিক শকে মৃত্যু হলো ১২ বছরের এক কিশোরের। মৃত কিশোরের নাম সজল হালদার। বাড়ি কুমারগঞ্জ ব্লকের চক বরম এলাকায়।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, সজল তার মামাবাড়ি পার পতিরাম শিব মন্দির এলাকায় মামাদের সাথেই থাকত। আজ সজলের মামা সজলকে গরুর খাবারের জন্য বিচালি কেটে দিতে বললে গরমের কারণে ঘর থেকে টেবিল ফ্যান এনে লাগানোর চেষ্টা করলে কোনো কারণে সেই ফ্যানটি শর্ট-সার্কিট হয়ে যায়। আর সেই বিদ্যুতের শক লেগে ওই কিশোরের মৃত্যু হয়।
এই মর্মান্তিক ঘটনায় পার পতিরাম এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে পতিরাম থানার পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে। এর পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।