নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ করোনা মহামারীর বাড়বাড়ন্তের জন্য রাজ্য সরকার আবারও লকডাউন জারি করেছে। ফলে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। আর এবার এই কর্মহীন হয়ে যাওয়া এই মানুষদের পাশে দাঁড়ালেন বীরভূম জেলার পুলিশ প্রশাসন।
আজ বীরভূম জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে সিউড়ি বাসস্ট্যান্ডের কাছে একটি খাদ্য শিবির চালু করা হয়েছে। সিউড়ি থানার আইসি সন্দীপ চট্টরাজ জানান, “এখান থেকে প্রত্যেকদিন দুপুরে প্রায় আড়াইশো দুস্থ, কর্মহীন ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের হাতে বিনামূল্যে খাবার সহ পানীয় জলের বোতল তুলে দেওয়া হয়”।
বীরভূমের জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী জানিয়েছেন, “আগে কখনো এরকম ভয়াবহ অবস্থা দেখা যায়নি। রাজ্য সরকার মানুষের পাশে দাঁড়াতে অনেক চেষ্টা করছেন। এর পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা আমাদের পক্ষ থেকে একটা চেষ্টা শুরু করলাম। আগামী দিনে বোলপুর সহ বিভিন্ন টাউন থানাতে এই প্রকল্প শুরু করা হবে”।
বীরভূম পুলিশ প্রশাসনের এই উদারতার ভূমিকা খুবই প্রশংসনীয়। এছাড়া বীরভূম পুলিশ প্রশাসনের এই উদ্যোগে ভীষণ খুশী এলাকার দরিদ্র পরিবারগুলি।