স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ ভোট পরবর্তী হিংসা এখনো থামেনি। আবারও ভোট পরবর্তী হিংসার জেরে নদীয়ার গাংনাপুর উত্তপ্ত হয়ে উঠেছে।
জানা যায়, গভীর রাতে বেশ কিছু দুষ্কৃতী গাংনাপুর থানার পুটখালী গ্রামে ব্যাপক বোমাবাজি চালায়। এই ঘটনায় আহত হয়েছেন ৪ জন। সূত্রের খবর, স্থানীয় পঞ্চায়েত প্রধান মফিজুল দফাদারের ভাই ফারুক দফাদার এই ঘটনার সাথে জড়িত।
Sponsored Ads
Display Your Ads Hereঅভিযোগ ওঠে যে, দিন কয়েক ধরে স্থানীয় পঞ্চায়েত প্রধান মফিজুল দফাদারের ভাই ফারুক দফাদার এলাকা অশান্ত করে রাখছিল। কিন্তু এদিন গ্রামবাসীরা হাতেনাতে তাকে ধরে ফেলে আর এরপরই দুপক্ষের মধ্যে ব্যাপক গন্ডগোল সৃষ্টি হয়।
https://www.youtube.com/watch?v=t5JFxoA1BdA
Sponsored Ads
Display Your Ads Hereএই ঘটনায় গ্রামেরই এক পরিবারের চার জনকে মারধর করার অভিযোগ ওঠে ফারুক দফাদারের বিরুদ্ধে। বর্তমানে আহত ব্যক্তিরা গুরুতর আহত হয়ে রানাঘাট মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গাংনাপুর থানার পুলিশ।