নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ থানায় দাঁড়িয়ে বিজেপি কর্মীদের ঠ্যাং ভেঙ্গে দেওয়ার হুমকি দিলেন তৃণমূল নেতা তথা শিলিগুড়ির ১ নম্বর ফুলবাড়ী পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তপন সিনহা।
ভোট পরবর্তী হিংসা রাজ্য জুড়ে অব্যাহত। কোথাও তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের উপর আক্রমণের অভিযোগ উঠছে আবার কোথাও তৃণমূল কর্মীদের উপর বিজেপি কর্মীদের আক্রমণের অভিযোগ উঠছে।
Sponsored Ads
Display Your Ads Here
https://www.youtube.com/watch?v=xVnhtcKTauI
Sponsored Ads
Display Your Ads Hereসদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রটি তৃণমূলের হাত ছাড়া হয়েছে। এরপর থেকে বিজেপি কর্মীরা বুথ কর্মীদের উপর নানা ভাবে অত্যাচার করছে বলে অভিযোগ করা হচ্ছে। রাস্তায় বের হলেই তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে।
https://www.youtube.com/watch?v=SEaQv_uqx1w
Sponsored Ads
Display Your Ads Hereতৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেও এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই তৃণমূলের কর্মীরা বিজেপি কর্মীদের গ্রেপ্তারের দাবীতে নিউ জলপাইগুড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। এর পাশাপাশি তপন সিনহা থানাতে দাঁড়িয়ে বিজেপি কর্মীদের উদ্দেশ্য ঠ্যাং ভেঙ্গে দেবেন বলে হুঁশিয়ারি দেন।