চয়ন রায়ঃ কলকাতাঃ আজ রাজভবনের অনুষ্ঠিত হচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠান। তৃতীয় বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভা গঠিত হবে। ২৪ জন পূর্ণমন্ত্রী ও ১৯ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করবেন। এই ১৯ জনের মধ্যে ১০ জন থাকবেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে।
শারীরিক সমস্যার কারণে অমিত মিত্র, রথীন ঘোষ সহ ব্রাত্য বসু ভার্চুয়ালি শপথ গ্রহণ করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও শপথ গ্রহণের সময় উপস্থিত ছিলেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন মন্ত্রীসভায় অনেক পুরানো মুখের পাশাপাশি অনেক নতুন তরুণ মুখকেও স্থান দেওয়া হয়েছে। তাই এখন মন্ত্রীসভায় তরুণ মুখের পাশাপাশি অভিজ্ঞ মুখকে একসঙ্গে দেখা যাবে।