নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুঃ যেভাবে দেশময় বেড়ে চলেছে করোনা সংক্রমণের পাশাপাশি মৃত্যুর হার সেখানে দেশের প্রায় প্রতিটি রাজ্য লকডাউনের পথকেই বেছে নিয়েছে। আর এবার অন্যান্য রাজ্যের সাথে সাথে তামিলনাড়ুর সরকারও লকডাউনের সিদ্ধান্ত নিল।
গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এম কে স্ট্যালিন শপথ নেওয়ার পর জেলাশাসক ও স্বাস্থ্য অধিকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বেড়ে যাওয়ায় ১০ ই মে অর্থাত্ সোমবার ভোর ৪ টে থেকে ২৪ শে মে সোমবার ভোর ৪ টে পর্যন্ত দু’সপ্তাহের জন্য সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করলেন। শুধুমাত্র বেলা ১২ টা পর্যন্ত মাছ, মাংস, মুদিখানা, শাক-সব্জির দোকান সহ পেট্রোল পাম্প খোলা থাকবে। এছাড়া রেস্তোরাঁগুলি থেকে হোম ডেলিভারি করা যাবে এবং জরুরী পরিষেবার সঙ্গে যুক্তরা কাজে যেতে পারবেন। বাকিদের বাড়ি থেকেই কাজ করতে হবে।
যাতে আগে থেকে মানুষ লকডাউনের প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করে রাখতে পারেন সেই জন্য শনিবার ও রবিবার সকাল ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দোকান খুলে রাখার অনুমতি দেওয়া হয়েছে।
গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতে করোনা আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৪৬৫ জন। তাছাড়া দৈনিক মৃত্যুর সংখ্যা ১০০ জন ছাড়িয়ে গেছে।