ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হলো ১ যুবকের
রাজ খানঃ বর্ধমানঃ বিধানসভা নির্বাচন চলে গেলেও রয়ে গেছে নির্বাচনী রাজনৈতিক হিংসা। ফলে নানা জেলার বিভিন্ন প্রান্তে কোথাও চলছে সংঘর্ষ তো কোথাও হচ্ছে মৃত্যু। এবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামের শ্রীপুরে রাজনৈতিক হিংসার জেরে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম বলরাম মাঝি। বয়স ২০ বছর।
মৃতের মা টুম্পা মাঝির অভিযোগ, “৪ ঠা মে রাতে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতকারীরা লাঠি ও বাঁশ নিয়ে তার স্বামীর উপর চড়াও হয়। ছেলে বাবাকে বাঁচাতে গেলে ওই দুষ্কৃতীরা ছেলের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে ছেলেকে কান্দরা এবং পরে কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ছেলের অবস্থার অবনতি হওয়ায় বুধবার চিকিৎসার জন্য বর্ধমানের বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার রাতে বলরাম মারা যায়। টুম্পা দেবীর দাবী, “তাদের কেউই রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়। তবে তারা বিজেপিকে ভোট দিয়েছে এই সন্দেহে তাদের উপর আক্রমণ চালানো হয়। এছাড়া তার ছেলের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের শাস্তির দাবী করেছে এই মাঝি পরিবার”।