সতর্কতা উপেক্ষা করেই চলছে করোনা কিট তৈরী
অভিজিৎ গুহঃ উত্তরপ্রদেশঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার পুরো দেশ তথা ভারতবর্ষ। করোনা সংক্রমণের সাথে সাথে বেড়ে চলেছে মৃত্যুর হার। ফলে করোনা মোকাবিলার জন্য উঠে পড়ে লেগেছে রাজ্য সরকার সহ কেন্দ্রীয় সরকার।
আর দেশে করোনা সংক্রমণ আটকাতে প্রচুর পরিমাণে প্রয়োজন করোনা মোকাবিলার সরঞ্জাম। এমত পরিস্থিতিতে উত্তরপ্রদেশের বস্তি এলাকায় একটি কারখানার তরফ থেকে করোনা কিট তৈরীর জন্য অর্ডার দেওয়া হয়।
কিন্তু সেই এলাকায় ছোটো বাচ্চারা সহ যারা এই কাজের সাথে যুক্ত তারা পুরোপুরি অসচেতনতার সাথে এই করোনা কিট তৈরি করছে।
অভিযোগ উঠছে যে, এই করোনা কিট তৈরীর সাথে যুক্ত ছোটো বাচ্চারা সহ মহিলা কেউ মুখে মাস্ক পরিধান করেনি। এছাড়া হাতে গ্লাভস্ও পরা নেই। এমনকি যে করোনা কিট তৈরী হচ্ছে তা ধুলো-বালি থাকা মেঝেতেও ফেলে রাখা হচ্ছে। যথাযথ হাত পরিষ্কারের জন্য কোনোরকম স্যানিটাইজারও ব্যবহার করা হচ্ছে না।
যার ফলে এই করোনা কিটের মাধ্যমে করোনা পজিটিভ না নেগেটিভ তার আসল রিপোর্ট কখনোই জানা সম্ভব হবে না। যা এই পরিস্থিতিকে আরো জটিল ও ভয়ানক করে তুলবে।