নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে মৃত্যু সংক্রমণ। চুল্লি খারাপ হয়ে পড়ে থাকায় জমছিল মৃতদেহের পাহাড়। এই ছবি ভাইরাল হতেই প্রশাসন শিলিগুড়ির সাহুডাঙ্গি শ্মশানে মৃতদেহ গণদাহ করল।
https://www.youtube.com/watch?v=bucgXEbkSmM
Sponsored Ads
Display Your Ads Hereগণচিতা দেখে এলাকায় আতঙ্ক ছড়ালো। গতবছর কেবল মাত্র করোনা আক্রান্তদের মৃতদেহ দাহ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে শিলিগুড়ির সাহুডাঙ্গি শ্মশান ঘাটকে বেছে নেওয়া হয়। দার্জিলিং জেলা সহ জলপাইগুড়িতে করোনা আক্রান্ত হয়ে মৃতদেহ গুলির এই শ্মশান ঘাটে সৎকার করা হত।
https://www.youtube.com/watch?v=nk4CwC76ewU
Sponsored Ads
Display Your Ads Hereকিন্তুু কয়েকদিন ধরে চুল্লি খারাপ থাকায় মৃতদেহ জমা হচ্ছিল। এই ছবি ভাইরাল হতেই তড়িঘড়ি সৎকার করার কাজ শুরু করে। মূল রাস্তা থেকে অনেকটা দূরে শ্মশান হওয়ায় শ্মশানে প্রবেশ নিষিদ্ধ ছিল। তবে দূর থেকে দেখা যেত। শ্মশানে গণচিতা দেখেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়।
https://www.youtube.com/watch?v=SChO6i4u5QI
Sponsored Ads
Display Your Ads Hereঘটনাটির খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত আসেন। তিনি জানান, “চুল্লি খারাপ থাকায় গণদাহ করা হচ্ছে। কিন্তু কতদিন থেকে খারাপ তা জানা নেই”।