পিঙ্কি রায়ঃ হাওড়াঃ গত বছরই করোনা আবহের জেরে দেশ জুড়ে লকডাউন করা হয়েছিল। ফলে দীর্ঘ সময় বন্ধ থাকার পরে চলতি বছর ২ রা ফেব্রুয়ারী থেকে আবার হাওড়া-সিউড়ি ‘হুল এক্সপ্রেস’ চালু হয়েছিল। কিন্তু তিন মাস যেতে না যেতেই পুনরায় হুল এক্সপ্রেস বন্ধ হয়ে গেল।
পূর্ব রেলের পক্ষ থেকে কয়েকদিন আগে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল যে, বর্তমান করোনা কালে বেশ কিছু ট্রেনে পর্যাপ্ত যাত্রী সংখ্যা না হওয়ার কারণে একাধিক ট্রেন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হবে। আর সেই তালিকায় নাম রয়েছে হাওড়া-সিউড়ি স্পেশাল ট্রেন অর্থাত্ হুল এক্সপ্রেসের।
Sponsored Ads
Display Your Ads Here
ট্রেনটি বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গে সিউড়ির স্টেশন ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, ”বর্তমান কোভিড পরিস্থিতি ও পর্যাপ্ত যাত্রী সংখ্যা না হওয়ার কারণবশত ৪ ঠা মে মঙ্গলবার থেকে অনির্দিষ্ট কালের জন্য হাওড়া-সিউড়ি স্পেশাল ট্রেন অর্থাত্ হুল এক্সপ্রেস বন্ধ থাকছে। এমনকি পরবর্তী নির্দেশিকা আসা না পর্যন্ত বন্ধ থাকবে”।
Sponsored Ads
Display Your Ads Hereপূর্ব রেলের তরফ থেকে এই নির্দেশিকার পরে যাত্রীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।