করোনা মারাত্মক প্রভাব ফেললেও এখনো মানুষ অসচেতন, রইল তারই কিছু ছবি

Share

বুদ্ধদেব পাত্রঃ পুরুলিয়াঃ করোনা পরিস্থিতিকে লাগাম টানতে বাংলায় রাজ্য সরকার আংশিক লকডাউন ঘোষণা করেছে।

পুলিশ প্রশাসন থেকে যতোই কড়া পদক্ষেপ নেওয়া হোক এখনো মাস্কের ব্যবহার নিয়ে যে অনেকেই সচেতন নয় তার প্রমান পাওয়া গেলো পুরুলিয়ার বাজারে।


https://www.youtube.com/watch?v=hGt0U9cKNv8


কেউ বলছেন মাস্ক পরলে দম বন্ধ হয়ে যাচ্ছে। কারো মাস্ক থাকলেও তা গলায় ঝুলছে কারো বা মাস্ক পকেটে রাখা থাকছে। আর মাস্ক নেই কেন জিজ্ঞাসা করতেই তড়িঘড়ি মাস্ক লাগালেও কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে অনেকের মুখে মাস্ক নেই। প্রশ্ন উঠছে এভাবে কি করোনার দ্বিতীয় তরঙ্গের প্রকোপ আটকানো যাবে?

https://www.youtube.com/watch?v=NovFs05XSeo


আজ পুরুলিয়ার জয়পুর বাজারে একরকমই চিত্র উঠে এলো। একেবারে অসচেতনতার ছবি উঠে এলো। শুধু জয়পুর নয় সদর পুরুলিয়া থেকে রঘুনাথপুর ঝালদা, মানবাজার প্রতিটি প্রান্তেই একই ছবি দেখা যাচ্ছে। নবান্ন থেকে নির্দেশিকা অনুযায়ী বাজার খোলার সময়সীমা ৭ টা থেকে ১০ টা পর্যন্ত জারি করা হলেও অনেকেই সচেতন নয় এটা পরিষ্কার।

https://www.youtube.com/watch?v=78inYsvdrdM

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930