পিঙ্কি পালঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট। এই ষষ্ঠ দফার নির্বাচনের অন্যতম একটি কেন্দ্রবিন্দু হলো উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুর। আর সকাল থেকেই এই এলাকায় নানা অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে।
এরপর বেলা এগোতেই টিটাগড়ের মিলনগড়ে দফায় দফায় বোমাবাজির অভিযোগ উঠল। এছাড়া বোমাবাজির পাশাপাশি বিজেপির ক্যাম্প অফিসও ভাঙচুর করে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।
জানা গেছে, ব্যারাকপুর বিধানসভার টাটা গেটের কাছে খড়দা থানা এলাকায় টিটাগড় পুরসভার চার নম্বর জলের ট্যাঙ্ক ও কুড়ি নম্বর ওয়ার্ডে বিজেপির কর্মী-সমর্থকদের লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি করা হয়েছে। এই ঘটনার নেপথ্যে তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল উঠছে। যদিও তৃণমূল পুরো বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে।
এই বোমাবাজির ঘটনায় ১ জন শিশু এবং ৫ জন ব্যক্তি সহ মোট ৬ জন আহত হয়েছেন। আহত সকলকেই বিএন বোস হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির তরফ থেকে দাবী করা হয়েছে যে, এই ঘটনায় আহত ৫ জন ব্যক্তি বিজেপির কর্মী-সমর্থক ছিলেন।