বুথের কাছ থেকেই উদ্ধার বালতি ভর্তি বোমা
মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার আমডাঙ্গার ৮৩ নম্বর বুথের রংমহল এলাকায় পরিত্যক্ত বাথরুম ও ঝোপের মধ্যে প্লাস্টিকের বালতিতে বোমা রাখার অভিযোগ আই এস এফ এর বিরুদ্ধে।
সূত্রের খবর অনুযায়ী জানা যায়, এখানে তৃণমূলের উপরে হামলা চালানো উদ্দেশ্য বোমা মজুত করা হয়েছিল। প্রায় ৪৫ টি বোমা রয়েছে বলে অভিযোগ করা হয়। এই ঘটনাটিকে কেন্দ্র করে এলাকা জুড়ে তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয়।