বুদ্ধদেব পাত্রঃ পুরুলিয়াঃ কোভিড পরিস্থিতিতে লোকালয় থেকে একটি হরিণ উদ্ধার হলো। কিন্তু এবার এই উদ্ধার হওয়া হরিণকে কোয়ারেন্টাইনে রাখার দাবী তুললেন এলাকাবাসী।
https://www.youtube.com/watch?v=KYZWLwDBad8
স্থানীয় সূত্রে জানা যায়, পুরুলিয়ার ঝালদা থানার অন্তর্গত তুলিন গ্রাম থেকে ঝালদা বনদপ্তর একটি পূর্ণ বয়স্ক হরিণকে উদ্ধার করে। তবে হরিণটি লোকালয়ে আসায় অনেকের সংস্পর্শে আসে।
Sponsored Ads
Display Your Ads Here
তাই এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জগদীশ মাহাতো ও ঝালদা বনদপ্তর কাঁসরা বন কমিটির সেক্রেটারি যতীন্দ্রনাথ মাহাতো জানান, “যেহেতু এখন কোভিড পরিস্থিতি চলছে তাই এখনই হরিণটিকে জঙ্গলে না ছেড়ে আপাতত ১৪ দিন বনদপ্তর নিজেদের হেফাজতে কোয়ারেন্টাইনে রাখুক। এরপর অবস্থা দেখে ব্যবস্থা নেওয়া হবে। যাতে জঙ্গলের অন্য পশু-পাখিরা সুরক্ষিত থাকে”।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=Jus_B8BpwpY
বিষয়টি জেলা বনদপ্তরে জানানোর পর পুরো ঘটনাটি খতিয়ে দেখছে বনদপ্তর। আর এই বিষয়টিতে সহমত জানিয়েছেন স্থানীয় গ্রামবাসীরাও।