বোমা হামলায় মৃত ১ কংগ্রেস কর্মী
কৌশিক চন্দ্র অধিকারীঃ মুর্শিদাবাদঃ বিধানসভা নির্বাচনের আগে থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানা এলাকায় কংগ্রেস কর্মীকে বোমা মেরে খুন করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
সোমবার রাতে হরিহরপাড়া থানার অন্তর্গত বিলধারীপাড়ার ঘোষালপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় আবুল কাশেম নামে ১ জন কংগ্রেস কর্মীর মৃত্যু হয়।
জানা গেছে, আবুল কাশেম বাড়ির কাছে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। ঠিক তখন তার উপর গুলি চলে ও বোমাবাজির হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
রাজনৈতিক সংঘর্ষের ফলে এলাকায় ব্যাপক বোমাবাজির সাথে গুলি চালানোর অভিযোগ করা হয়। এরপরই আবুল কাশেমকে গুরুতর জখম অবস্থায় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা আবুল কাশেমকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
সূত্রের খবরের ভিত্তিতে জানা যায়, পারিবারিক বিবাদের জেরেই রাজনৈতিক কারণ যুক্ত হয় এবং তা সংঘর্ষের রুপ নেয় ও বোমাবাজি সহ গুলি চালানো হয়। আগামী ২৯ শে এপ্রিল হরিহরপাড়া বিধানসভাতে অষ্টম দফার নির্বাচন। আর তার দশ দিন আগে বোমা হামলায় মৃত্যু হল কংগ্রেস কর্মীর।